মায়ের পা ধরে ছেলেকে মাফ চাওয়ালেন এসপি - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 27 February 2020

মায়ের পা ধরে ছেলেকে মাফ চাওয়ালেন এসপি


নিউজডেস্কঃ  
তিন ছেলের কাছে অবহেলিত বাবা-মা। এর মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশী অবহেলার শিকার বড় ছেলে জাকির হোসেনের কাছে। জাকির তার মা ফুলিনেছাকে প্রতিনিয়ত মারপিট করতেন। তাই অবাধ্য সন্তানকে মায়ের পা ধরে মাফ চাওয়ালেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। পাশাপাশি সন্তানকে শেষ বারের মতো সতর্ক করেছেন পুলিশ সুপার।

নাটোর সদর উপজেলার ঋষী নওগাঁ গ্রামের বাসিন্দা ওই দম্পতি আবুল কাশেম ও ফুলিনেছা।

২৬ ফেব্রুয়ারি, বুধবার দুপুরেও জাকির তার মাকে মারপিট করেন। নির্যাতিত মা ফুলিনেছা অভিযোগ দিতে আসেন পুলিশ সুপার লিটন কুমার সাহার কাছে।

মায়ের অভিযোগের প্রেক্ষিতে বিকেলে পুলিশ জাকিরকে আটক করে পুলিশ সুপারের কাছে আনে। পুলিশ সুপার জাকিরকে তার মায়ের পা ধরে ক্ষমা প্রার্থনা করান।

সুপার লিটন কুমার সাহা জানান, জাকির তার পিতা-মাতাকে অবহেলার পাশাপাশি মাকে প্রতিনিয়ত মারতেন। আজও মাকে মারপিট করেন।

লিটন কুমার বলেন, জাকির আজও মারপিট করার বিষয়টি স্বীকার করলে তার মায়ের পা ধরে ক্ষমা চাওয়ান। পাশাপাশি মা কে নির্যাতন না করা ও পিতা-মাতাকে অবহেলা না করার অঙ্গীকার করেছে জাকির। জাকির পুনরায় এই ধরনের ঘটনা ঘটালে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান পুলিশ সুপার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages