রামগঞ্জে অবৈধ করাতকলে অভিযান ৩০ হাজার টাকা জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 27 January 2020

রামগঞ্জে অবৈধ করাতকলে অভিযান ৩০ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধঃ   
রামগঞ্জ পৌর বাঁশঘর ও বালুয়া চৌহমুনী এলাকার 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান গতকাল  সকাল করাতকল গুলিতে অভিযান পরিচালনা করেন। 
এ সময় লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে বাঁশঘর ও বালুয়া চৌহমুনী মোহাম্মদীয়া স'মিল, মাসুদ স'মিল ও রহিম স'মিল মালিকদেরকে বন অাইন,১৯২৭ এবং করাতকল (লাইসেন্স)বিধিমালা,২০১২ অনুযায়ী ৩০হাজার টাকা জরিমানা এবং স'মিল গুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

রামগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ও ১টি পৌর সভায় ৫৬টি করাতকল অাছে , এর মধ্যে ৩০টি করাতকলে লাইসেন্স রয়েছে, ৩টির বিরুদ্ধে মামলা হয়েছে। 


রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসের জাহান জানান, মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ক্রমান্বয় সকল করাতকল গুলিতে অভিযান পরিচালনা, যে সমস্ত করাতকল গুলি অবৈধ পরিচালিত হচ্ছে , তাদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অাজ ২টি এলাকায় অভিযান দিয়ে ৩টি স'মিলের লাইসেন্স  না থাকয় ৩০ হাজার টাকা জরিমান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages