রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে মমিন উল্যা (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ ১৮ ডিসেম্বর বুধবার ভোরে উপজেলা চন্ডীপুর ইউনিয়নের ফকিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিন উল্যা ঐ এলাকার রমজান আলী মিঝি বাড়ীর মৃত হেদায়েত উল্যা মিঝির ছেলে।
নিহতের ছেলে নাছির বলেন, তার বাবা মমিন উল্যা ফজর নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে কে বা কাহার তার বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে হত্যা মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর প্রেরন করা হয়েছে।
No comments:
Post a Comment