রামগঞ্জে পুলিশের দেওয়া স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বাস - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 28 October 2019

রামগঞ্জে পুলিশের দেওয়া স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বাস


রামগঞ্জে পুলিশের দেওয়া
স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বাস
উচ্ছসিত অর্ধশতাধিক পথশিশু

 নিউজ ডেস্কঃ
লক্ষীপুরের রামগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মহসিন চৌধুরীর দেয়া স্কুল ড্রেস পেয়ে উল্লাসে আনন্দে দিশেহারা অর্ধশতাধিক পথশিশু।
 পৌরশহরের শিশুপার্ক সংলগ্ন ওয়াপদা খালপাড়ে সুবিধা বজ্ঞিত শিশুদের মাঝে শিক্ষা আলো ছড়িয়ে দিতে "প্রচেষ্ঠা পাঠশালা" নামে সংগঠনটি গত প্রায় ২ বছর যাবত বিদ্যালয় চালু করেন পানপাড়া গ্রামের স্বপন নামে ব্যক্তি।
আজ সোমবার বিকেলে "প্রচেষ্ঠা পাঠশালার শ্রেণী কক্ষে রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরীর নিজস্ব অর্থায়নে অর্ধশতাধিক শিক্ষার্থীদের পরণে নতুন স্কুল ড্রেস, হাতে ব্যাগ সহ শিক্ষার উপকরণ দেন।
নতুন পোষাক পেয়ে আনন্দ,উল্লাসে মেতে উঠেন পথশিশুরা। এ সময়ে কচি কাছা অবুজ শিশুরা পুলিশ অফিসার মহসিনকে জড়িয়ে তার কাঁদে ঘেঁষে বসেন।
বিদ্যালয় পরিচালক স্বপন,অভিভাবক আনোয়ার হোসেন,বেগম,কহিনুর বেগম জানান মহসিন চৌধুরী অসামান্য অবদান মানবতার দৃষ্টান্ত দেখিয়েছেন।
তার এ অবদান সারাজীবনে শিশুরা সহ বিদ্যালয়
পরিচালক,অভিভাবক,অভিভাবিকাদের হৃদয়ে স্থান হয়ে থাকবে।
মহসিন চৌধুরী জানান পুলিশের চাকুরি হল জনগণের সেবা করা।
এ সেবা শতভাগ আইনী প্রক্রিয়ার মাধ্যমে করার পাশাপাশি সমাজে অবহেলিত,সুবিধা বঞ্চিত, বেঁদে পাড়ার নিরিহ,অসহায় মানুষ গুলোর পাশ্বে থাকতে পেরে নিজকে গর্ববোধ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান জানান, “প্রচেষ্টা পাঠশালা” মাধ্যমে পুলিশের উপ-পরিদর্শক মহসিন চৌধুরীর মতই আলোকিত মানুষ গুলো মহৎ উদ্যোগে পথশিশুরা অন্ধকার থেকে আলোর পথ দেখতে পাচ্ছে।
থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অত্র থানায় যোগদানের পরে একাধিক লোকজনের কাছে জানান মহসিন চৌধুরী একজন মানবতার ফেরী ওয়ালা মতই কাজ করছেন। যোগদানের পরেই তাহা বাস্তবায়নে হতে দেখলাম।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাজির জাহান জানান, পথশিশুর শিক্ষা আহরণ ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানান। মহসিন চৌধুরীর মতই সমাজের বৃত্তবানদেরওয়াজিব  সহায়তা হতদরিদ্র পথশিশুদের জ্ঞানর্চচায়“ প্রচেষ্টা পাঠশালা”নামক সংগঠনটি আরো বেগমান হবে। সংগঠনের গতিশীল করতে তিনি সহায়তার আশ্বস্থ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages