আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে লেবাননের আন্দোলনকারীরা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 28 October 2019

আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে লেবাননের আন্দোলনকারীরা

চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য প্রেসিডেন্ট মিশেল আউনের আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। অর্থনৈতিক সংস্কার প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে ওই আহ্বান সন্তোষজনক নয় বলে তা প্রত্যাখ্যান করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালের ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদন জানিয়ে বিক্ষোভ শুরু হয় আন্দোলনকারীরা। ওই কর আরোপের প্রতিবাদ করতে গিয়ে অর্থনৈতিক সমস্যা, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে। তীব্র সমালোচনার পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও জীবনমানের অবনতির জন্য প্রধানমন্ত্রী সাদ হারিরি’র সরকারের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন। লেবাননের পুরো রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages