রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হসপিটালকে ২লাখ টাকা জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 26 September 2023

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হসপিটালকে ২লাখ টাকা জরিমানা



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার, (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।


জরিমানাকৃত হাসপতালগুলো হলো আল ফারুক হসপিটাল, হলি হোপ হসপিটাল ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। তাদের প্রত্যেককে ভোক্তা অধিকার বজর্য ও পরিবেশ আইনে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আল ফারুক হসপিটাল ৫০ হাজার, হলি হোপ হসপিটাল ১ লক্ষ টাকা ও রামগঞ্জ আধুনিক হসপিটাল ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। 

এসময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের মেডিকেল অফিসার ফয়সাল আমিন, নোয়াখালী র‍্যাব ১১ সিপিসি ৩ এর এএসপি গোলাম মোর্শেদ সহ ১৫-১৬ জনের একটি টিম এই অভিযানে অংশগ্রহণ করেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages