রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
১৬ নভেম্বর বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয় পৌরশহরের খান টাওয়ারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২১শে নভেম্বর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।
রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দু, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment