রামগঞ্জে প্রভাব খাটিয়ে সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 2 February 2022

রামগঞ্জে প্রভাব খাটিয়ে সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে



 রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের মোহাম্মদীয়া বাজারের কালিকাপুর মৌজায় স্হানীয় রুহুল আমিন নামের এক ভূমি মালিক ৩১ শতাংশ সম্পত্তি খরিদ সূত্রে মালিক হয়ে  দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত ভোগদখল করে আসছে। সম্প্রতি টঙ্গী পশ্চিম থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম সুমন ঐ সম্পত্তির পাশে ৩ শতাংশ সম্পত্তি ক্রয় করে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে  ঐ অসহায় পরিবারের সম্পত্তি জবরদখল চেষ্টা করে আসছে। 
 সরজমিন বুধবার ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী রুহুল আমিন  জানায়, ১৯৯৪ সালে রুহুল আমিন   পাশ্ববর্তী পাটোয়ারী বাড়ির আবুল কাসেম গং হইতে মোহাম্মদীয়া বাজার সংলগ্ন ৭৫ নং কালিকাপুর মৌজার ১৮৪২ দাগে   ৪৫ শতাংশ সম্পত্তি ক্রয় করে দীর্ঘ ২৮ বছর যাবত দাগের পশ্চিম অংশ  ভোগদখল করে আসছে। 
সম্প্রতি  গত ৫/৬ মাস পূর্বে পাশ্ববর্তী কালিকাপুর     গ্রামের মৃত শামসুল ইসলাম ছেলে নজরুল ইসলাম সুমন  টঙ্গী পশ্চিম থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক। সে উক্ত দাগের পূর্ব অংশে অপর ওয়ারিশ হইতে ৩ শতাংশ সম্পত্তি ক্রয় করে। 

 সে টঙ্গী পশ্চিম থানার পুলিশ অফিসার হওয়ায়  পুলিশি ক্ষমতার প্রভাব খাটিয়ে উক্ত দাগের পশ্চিম অংশ দখলের চেষ্টা অব্যাহত রেখেছে । 

  ভুক্তভোগী রুহুল আমিনের ছেলে রায়হান বলেন,
২৯ জানুয়ারি ২০২২ইং এলাকায় সালিসি বৈঠকে   
সিদ্ধান্তের পর  সুমনকে  পূর্ব অংশ হইতে তাহার ৩ শতাংশ সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়।  পরের দিন আমরা পশ্চিম অংশে দেওয়ালের কাজ শুরু করিলে সে সিদ্ধান্ত অমান্য করে ৩১ জানুয়ারি রাতে কাজে বাঁধা দেওয়ার উদ্দেশ্য আমাদের দেওয়াল নির্মানে স্থলে এনে কয়েক গাড়ি ইট- বালি রেখে কাজ বন্ধ করে দেয়। 
 
এ ব্যাপারে মোহাম্মদীয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষধ্যক্ষ জহিরুল ইসলাম, স্হানীয় ইউপি সদস্য আবুল কাসেম সহ অনেকেই বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত আমাদের জানামতে এই সম্পত্তি রুহুল আমিন ভোগদখল করে আসছে এখন হঠাৎ করে নজরুল ইসলাম সুমন পূর্ব পাশে  নালে ৩ শতাংশ সম্পত্তি ক্রয় করে পুলিশ অফিসার হওয়ায় ক্ষমতা প্রভাবে  পশ্চিমে রুহুল আমিনের মূল্যবান সম্পত্তি দখলের অপচেষ্টা করছে।
  সম্পত্তির আগের মালিক আবুল কাসেম পাটোয়ারী বলেন, বহু বছর পূর্বেই আমাদের ৪৮ শতাংশ সম্পত্তি হইতে পশ্চিম অংশে ৪৫ শতাংশ সম্পত্তি  রুহুল আমিনের কাছে বিক্রি করি বাকী ৩ শতাংশ আমাদের ওয়ারিশেরা নজরুল ইসলামের কাছে বিক্রি করে। 
  এবিষয় অভিযুক্ত  নজরুল ইসলাম সুমন জানান,সালিসি বৈঠকের সিদ্ধান্ত আমি মেনে নিয়ে পূর্ব পাশে দখলে যাওয়ার প্রস্তুতি নিলে রুহুল আমিনের ভাগিনী বাধা দেওয়া এই সিদ্ধান্ত নেই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages