নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড.আনোয়ার খানের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে৷ আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ববিঘা গ্রামের মজুদার বাড়ির এড. গোলাম সরওয়ার মজুদার ও তাঁর বাড়ির লোকজনের ৯১ শতাংশ দানকৃত জমির উপর এ প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড.আনোয়ার খানের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক এমপি এম এ গোফরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার খান, জমিদাতা এড. গোলাম সরাওয়ার মজুদার, ইউপি চেয়ারম্যার নাসির উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমূখ৷
No comments:
Post a Comment