রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯.৮৭ শতাংশ। সে হিসেবে পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন।
বুধবার দুপুর ১২টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
প্রকাশিত এ ফলে মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে রামগঞ্জ উপজেলার পানিয়ালা মোল্লা বাড়ির স্হায়ী বাসিন্দা ও চাটখীলের হিরাপুর আলিয়া মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা রকিব উদ্দিন ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক কামরুন্নাহারের বড় ছেলে এবং রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান। ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে তার মোট প্রাপ্ত নম্বর ১০৫।
এর আগে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন সে।
No comments:
Post a Comment