রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ৯ মাসে করোনা টিকাসহ চিকিৎসা সেবা নিতে আসা শতাধিক মহিলার সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়৷ এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা শতাধিক সোনার চেইন নিয়ে যায়৷ আজ শনিবার সকাল ১০ টায় ফাতেমা বেগম নামের এক মহিলার সোনার চেইন ছিনতাইকালে জনতা আনোয়ারা বেগম লাকী নামের এক ছিনতাইকারী মহিলাকে হাতে নাতে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে৷ ছিনতাইয়ের স্বীকার ফাতেমা বেগম ভাটরা ইউনিয়নের পাঁচরুখী গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির লোকমান হোসেনের স্ত্রী৷
আটক ছিনতাইকারী আনোয়ারা বেগম লাকীর বাড়ি ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগর উপজেলা ধরম গ্রাম৷
সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা দিতে ও নানা রোগে চিকিৎসা নিতে আসা মহিলা সিরিয়ালে দাঁড়ালে ছিনতাইকারী সংঘবদ্ধ মহিলা সদস্যরা একই সিরিয়ালে দাড়িয়ে ভিড়ের মধ্যে সুযোগ বুজে সোনার চেইন নিয়ে যায়৷ এভাবে বিগত ৯ মাসে পৌর সাতারপাড়া গ্রামের পালের বাড়ীর মনোয়ার বেগম (৫০), সাহারপাড়া পুরাতন বাড়ীর আজাদ হোসেনের স্ত্রী মিনু বেগম, পৌর আঙ্গারপাড়া গ্রামের প্রফেসর তোফায়েল আহম্মেদের স্ত্রী সোনিয়া আক্তার সনেট, বিষ্ণবল্লভপুর গ্রামের শাহনাজ আক্তার সুমী, নোয়াগাঁও গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী শহিদা বেগম, নোয়াগাঁও গ্রামের মোল্লাবাড়ীর রেজাউল করীমের স্ত্রী রুমান আক্তার,পূর্ব বিঘা বানবাড়ীর আবদুর রশিদের স্ত্রী মেহেরুন্নেসা বেগম, পানপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী চবুরা খাতুন, নোয়াগাঁও দেওয়ান বাড়ীর আবুল কালামের স্ত্রী জাহানারা বেগমসহ শতাধিক মহিলার সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়৷
এ ব্যাপারে শাহানাজ, জাহানারা, সুমিসহ ভুক্তভোগিরা জানান, ছিনতাইয়ের ঘটনার পর আমরা হাসপাতালের কর্তৃপক্ষকে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহন না করায় এস ছিনতাইয়ের ঘটনা ঘটছে৷ তাছাড়া হাসপাতালে সিসি ক্যামরা,করোনা টিকাদান কর্মসূচী থাকায় মানুষ ভিড়ে কোন তদারকি নাই থাকায় দিন দিন ছিনতাই বৃদ্ধি পাচ্ছে৷ এ ব্যাপারে তারা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন৷
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, আমরা ছিনতাইরোধে সিসি ক্যামেরা স্থাপনসহ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি।
রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জহিরুল আলম জানান, সরকারী হসপিটালে রোগীদের সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আনোয়ারা বেগম লাকী নামের একজন মহিলাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে৷
No comments:
Post a Comment