রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুর এ.এল.এম.উচ্চ বিদ্যালয়ে আয়া নিয়োগে সভাপতি অর্থ বানিজ্য করেছেন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ কয়েকটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বলেছেন নিয়ম মোতাবেক মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে আয়া নিয়োগ হয়েছে। টাকা নেওয়ার বিষয়টি আমি কিছুই জানিনা। তারপরও একটি মহল উদ্দেশ্য প্রনোদিত হয়ে একজন নিরিহ মহিলাকে অর্থলোভ দেখিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী তাই আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এ ধরণের ষড়যন্ত্রে লিপ্ত। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুহাম্মদ রাজীবুল হাসান, দাতা সদস্য শাহজাহান পাটোয়ারী, বিদ্যুৎসাহী সদস্য এস,এ ফারুক, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, মনিরসহ প্রমুখ।
এ দিকে আয়া পদে চাকরি বঞ্চিত সাজুদা বেগম বলেছেন, আয়া পদে আমাকে নিয়োগ দেওয়ার কথা বলায় পরিচালনা কমিটির সভাপতিকে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে টাকা দিয়ে লোনের বোঝা নিয়ে চলতে হচ্ছে। আমাকে চাকরি দেন নাই এখন টাকাও ফেরৎ দিচ্ছে না। অপরন্ত বিভিন্ন দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে ।
No comments:
Post a Comment