রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে রোববার দুপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন গুরুতর আহত হয়। গুরুতর আহত ইস্রাফিল হোসেন সবির,ও তার ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম,ভাইপো আরিফ হোসেনকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৃষ্ট ঘটনা ইস্রাফিল হোসেন সবির বাদি হয়ে মামলা করলে পুলিশ হামলার নেতৃত্বদানকারী হারুনুর রশিদতে গ্রেফতার করে।
সুত্রে জানায়,উপজেলার নোয়াগাও বড় বাড়ির মৃত ইব্রাহিমের পুত্র ইস্রফিল হোসেন সবির গংদের সাথে একই বাড়ির হারুনুর রশিদ গংদের দীর্ঘ দিন যাবত সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে রোববার দুপুর ১২টার দিকে হারুনুর রশিদ গং পরিকল্পিত ভাবে ইস্রাফিল হোসেন সবিরকে একা পেয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। তার চিৎকারে ভাইপো আরিফ হোসেন ছুটে আসলে তাকেও মারধর করে। সন্তানের চিৎকার শুনে মা রাবেয়া বেগম দৌড়ে আসলে তাকেও মারধর করে। চিকিৎসাধীন আরিফ হোসেন বলেন,হারুনুর রশিদ,মনির হোসেন রাজা,আ: আজিজ পরিকল্পিত ভাবে আমাদের পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। গ্রেফতারকৃত আসামী হারুনুর রশিদ পুলিশি হেফাজতে সাংবাদিকদের বলেন,বাড়ির পুকুরের নালার সমস্যা সমাধান করতে আমরা ইস্রাফিল গংদের ৪/৫ বার ডেকে বসার চেষ্টা করি। এতে ব্যর্থ হয়ে আমার পরিবারের লোকজন গিয়ে তাদের ডেকে আনতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটে। এব্যাপারে থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন,আহত ইস্রাফিলের দায়ের করা এজাহার তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামী হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে,অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment