রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ইউনিয়নের মধ্যভাদুর নাপিত বাড়ির জাকির হোসেনর বখাটে ছেলে মোঃ জনি একই ইউনিয়নের পাশ্ববর্তী দক্ষিন রাজারামপুর গ্রামের রমিজ উদ্দিন বেপারী বাড়ির দিল মোহাম্মদের কিশোরী মেয়ে সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে প্রলোভন দেখিয়ে যৌনচার করে৷ এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ কিন্তু মোঃ জনি তাঁর মা বাবার পরামর্শে বিয়ে করতে না চাইলে কিশোরী মেয়েটি আজ শনিবার (১০ জুলাই) সকাল থেকে ছেলে বাড়িতে বিয়ের জন্য অনশন আছে৷নতুবা আত্মহত্যা করবে বলে জানায়৷ এ দিকে জনি দলবল নিয়ে কিশোরী মায়ের উপর হামলা করে পিটিয়ে মারাত্নক আহত করে৷ এলাকাবাসী আহত কিশোরীর মাকে উদ্ধার করে সরকারী হাসপাতালে ভর্তি করে৷ এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজ লোকজন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবী করেন৷
No comments:
Post a Comment