নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 30 June 2021

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু



গরু বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নীলফামারীর ডোমারে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
বুধবার(৩০জুন) বেলা তিনটার দিকে বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাকডোকরা নন্দিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফনিরাম বর্মণ(৫৫) ও তার স্ত্রী বিরো বালা(৫০)। 
ফনি সেখানকার মৃত. ইন্দ্র মোহন বর্মণের ছেলে। 
প্রত্যক্ষদর্শী রাম প্রসাদ জানান, কুকুর তাড়ানোর জন্য বাড়ি থেকে বের হই এ সময় রাস্তায় বিরো বালা পড়ে গেছে শুনে সেখানে ছুটে যাই। 
ঘটনাস্থলে বিদ্যুতের তারে বিরো ও তার স্বামী ফনিকে পড়ে থাকতে দেখে কোঁদাল দিয়ে তার সরানোর চেষ্টা করি। এমন সময় আমিও বিদ্যুৎস্পৃস্ট হই। পরে বাড়ি থেকে ছেলেকে ডেকে লাঠি নিয়ে আসা হলে তাদের বিদ্যুতের তার থেকে সরানো হয়। 
তিনি বলেন, ঘটনাস্থলে ফনি মারা গেলেও বেঁেচ ছিলেন বিরো। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 
ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ড সদস্য শংকর রায় জানান, বাড়ির পাশে সেচ পাম্প রয়েছে ধর্ম নারায়ন নামে এক ব্যক্তির। তারই বিদ্যুতের তার পড়ে থাকে সড়কে। 
ওই তারে বিদ্যুতায়িত হন স্বামী-স্ত্রী। ফনি ও বিরো বালা দম্পত্তির তিন সন্তান রয়েছে।  
তিনি বলেন, ঘটনাস্থলে ফনি মারা গেলেও হাসপাতালে মারা যান স্ত্রী বিরো  বালা। 
ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কৃষক পরিবারের মানুষ ছিলেন তারা। দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট মেয়েকে বিয়ে দিয়েছেন তারা। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages