নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থ ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বৃস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভারড়া ইউনিয়ন থেকে জি আর ক্যাশ বিতরণ শুরু করা হয়। ভারড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ভারড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মাজাহিদুল ইসলাম মুছা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার মো. আবু বক্কর প্রমুখ। এ সময় ওই ইউনিয়নের ৫শত পরিবারকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
No comments:
Post a Comment