মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুরে সাংসদ আহসানুল ইসলাম টিটুর সার্বিক সহযোগীতায় ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলার ভাদ্রা দপ্তিয়ার মামুদনগর বেকড়া ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। সাংসদ আহসানুল ইসলাম টিটুর পক্ষ থেকে ছোট ভাই মো. মজিবুল ইসলাম পান্না এ ত্রাণ বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাদ্রা ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, মামুদনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম খান শাকিল, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো.সজীব মিয়া, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব ।
মো. মজিবুল ইসলাম পান্না বলেন, করোনা ভাইরাসের মধ্যে আপনারা সর্তক হয়ে চলাফেরা করবেন । সবাই মাস্ক ব্যবহার ও সামজিক দূরত্ব মেনে চলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে আপনাদের টিকা দিয়েছে আপনারা সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণ করবেন। ঈদ উপলক্ষে আমি শুধু আপনারদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আপনাদের কোন কিছুর দরকার হলে আমাদের ইউনিয়ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবেন।
No comments:
Post a Comment