জেটি ঘাট এলাকা থেকে ইয়াবাসহ তিন চোরাকারবারী আটক - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 23 April 2021

জেটি ঘাট এলাকা থেকে ইয়াবাসহ তিন চোরাকারবারী আটক



নিউজ ডেস্কঃ

টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা হলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মতলব এলাকার মোঃ ইসহাক(৩৫), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন(২০) ও মৃত শরীফের ছেলে আবু বক্কর ছিদ্দিক(২০)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ২৩ এপ্রিল ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বিওপি’র দায়িত্বপূর্ণ শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া জেলেঘাট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের বিজিবির একটি টহলদল দ্রুত বর্ণিত এলাকায় অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ৩ জন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে উঠতে দেখে টহলদলের সন্দেহ হওয়ায় তাদেরকে দাওয়া করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল চারদিক থেকে ঘেরাও করে তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের কোমরের সাথে অভিনব পদ্ধতিতে বাধাঁ অবস্থায় পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়।প্যাকেট গুলো খুলে গণনা করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

তিনি বলেন, আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবাসহ মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages