রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জাপরনগর গ্রামে জোড়া খুন সংগঠিত হয়। থানা পুলিশ লাশ দুইটি উদ্বার করে মর্গে পাঠানো হয়।
সূত্রে জানান উপজেলার জাপরনগর গ্রামের উত্তর জাপরনগর ভূঁইয়া বাড়ির প্রবাসি সফিকুল ইসলাম আবুর স্ত্রী নাছরিন আক্তার মৌসুমী (৩৮) কে রোববার সকাল ৮টায় তার বসত বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সংবাদ পেয়ে ঘাতক রাছেলকে গ্রামবাসী গণপিটুনি দিয়ে হত্যা করেন। নিহত রাছেল পাশবর্তী বলি মোল্যা বাড়ির ঠিকাদার ছিদ্দিকুর রহমানের ছেলে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে জেলা মর্গে প্রেরণ করেন। এ সময়ে ঘাতকের ধারালো অস্ত্রে আঘাতে নাছরিনের একমাত্র ছেলে নাঈমুল ইসলাম ও গুরুতর আহত হয় রক্তাক্ত অবস্থা এলাকাবাসী তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। জেলা পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৌসুমির মেয়ে উম্মে হাবীবা জানান, রাছেল আমার মাকে টেলিফোনে বিরক্তি করতো। একপর্যায়ে আমাদের নতুন বাড়িতে চুরি করেন। চুরির ঘটনা রাছেলকে অভিযুক্ত করায় আমার মাকে বসত ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে ওই ঘাতকে গণপিটুনি দেন গ্রামবাসি।
এলাকার কিছু লোকেরা জানান,
রাছেলের সাথে নাছরিন আক্তার পরকিয়া ঘটনা জের ধরে হত্যা ঘটনা ঘটেছে। ফেসবুকে রাছেল নাছরিনের আপত্তিকর ছবি পোষ্ট করেন।
এ নিয়ে তাহাদের মাঝে বিরোধ হয়।
থানা ওসি তদন্ত কার্তিক জানান লাশ উদ্বার করে ময়না তদন্ত জন্য জেলামর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment