রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু ধর্ষনের চেষ্টা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 28 April 2021

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু ধর্ষনের চেষ্টা

 
রামগঞ্জ প্রতিনিধিঃ 
লক্ষ্মীপুরের রামগঞ্জে আথাকরা উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ৭ বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের  দপ্তরি তাজুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (১৭) বিরুদ্ধে ৷ ফয়সালের বাড়ি স্কুলের পাশ্ববর্তি আথকরা ঠাকুর বাড়ি ৷ শিশুটি একই গ্রামের রাশেদের মেয়ে৷ ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টার সময় ৷  এ ব্যাপারে বিচারের দায়িত্ব নিয়েছেন স্কুলের সভাপতি ও সাবেক ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মদ মানিক ৷ 
শিশুর দাদা মোখলেসুর রহমানসহ স্থানীয় সূত্রে জানা যায়, আথাকরা হাই স্কুলের দপ্তরী ও  ঠাকুর বাড়ির তাজুল ইসলামের মাদ্রসায় পড়ুয়া ছাত্র ফয়সাল নিজেদের ঘরে কয়েকটি শিশুকে প্রতিদিন দুপুরে আরবী পড়াতেন৷ ঘটনারদিন ফয়সাল দুপুরে আরবী পড়ানো শেষ করে এ শিশুটিকে আম পেড়ে দিবে বলে স্কুলের একটি শ্রেনী কক্ষ নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়৷  পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে গেলে শিশুটির  মা তাকে জিজ্ঞাসা করলে সে সব ঘটনা বলে দেয়৷ তখন শিশুটির মা এ ঘটনা ফয়সালের পিতা মাতাসহ বাড়ির ও আশপাসের লোকজনকে জানায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের  প্রস্তুতি নেয় ৷ এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মদ মানিক মোবাইল করে এ ঘটনার উপযুক্ত বিচার করবে বলে দায়িত্ব গ্রহন করে৷ 
শিশুটির পিতা রাশেদ ও দাদা মোখলেসুর রহমান জানান, স্কুলের দপ্তরী তাজুল ইসলামের ছেলে ফয়সাল এ শিশুটির উপর নির্যাতন করেছে৷  মানিক চেয়ারম্যান উপযুক্ত বিচার করবে বলে ১সপ্তাহ সময়  নিয়েছে৷ তাই আমরা অপেক্ষা করছি৷ বিচার না পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো৷ 
দপ্তরী তাজুল ইসলাম জানান, আমার ছেলে ফয়সাল মাদ্রাসায় পড়ে৷ অল্প কিছুদিন হয়েছে বাড়িতে এসেছে ৷ দুপুরে ছোট কয়েকটি বাচ্ছাকে আরবী পড়াতো৷ ঘটনারদিন এ শিশুটিকে নিয়ে আম পাড়তে গিয়েছে৷ পরে শিশুটির মা এসে এ ঘটনাটি বলে ৷ এখন মানিক চেয়ারম্যান দায়িত্ব নিয়েছে, তিনি বিচার করে দিবেন ৷ 
স্কুলের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বশির আহম্মদ মানিক বাড়িতে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি৷

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages