রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার অন্যতম মানবিক সংগঠন হরিশ্চর, কাউনিয়া মাছিমপুর,ও বাংলাবাজার এলাকায় নিয়ে গঠিত
সমাজকল্যাণ যুব ঐক্যের উদ্যোগে স্থানীয়ভাবে ৩ শতাধিক পরিবারের মাঝে বন্টন করা হলো ইফতারি সামগ্রী।
“মানবতার সেবায় এগিয়ে” এই শ্লোগানে এলাকার প্রবাসী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক ও মানসিক সহযোগীতায় প্রতিষ্ঠিত হরিশ্চর সমাজকল্যাণ যুব ঐক্য প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে এলাকার অসহায়, গরীব ও দুস্থ্য মানুষের সহযোগীতায় এগিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় সোমবার ১২ এপ্রিল বিকালে স্থানীয় রমনপুর আল আমিন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৩শতাধীক পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া।
সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও চন্ডিপুর ইউনিয়নের কবি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মোঃ শামিম পাঠানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি প্রবাসী হাবিবুর রহমান হাবিবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব, সহ-সভাপতি মামুনুর রশিদ, মাষ্টার আবদুল মান্নান, ইমাম হোসেন ও মোঃ মাঈন উদ্দিন প্রমূখ।
No comments:
Post a Comment