মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
জমিজমার জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক নারী গুরুতর আহত হন। সে উপজেলার মীরনগর গ্রামের শোমেজ ওরফে দোলু মিয়ার স্ত্রী সামর্থ বেগম (৪৫)। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ী করা হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার মীরনগর গ্রামে বাড়ীর জমি নিয়ে শোমেজ ওরফে দোলু মিয়ার সাথে ওমেদ আলীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে এর জের ধরে কথা কাটাকাটি হয় এক পর্যয়ে ওমেদ আলীর ছেলে রাসেল, ছাইদুর, নাজমুল, ছামাদ সহ আরো ২/৩ জন দল বল নিয়ে শোমেজ ওরফে দোলু ও তার স্ত্রীর উপর হামলা করে। এতে স্বামী স্ত্রী গুরুত্ব আহত হন। এলাকাবাসী তাদেকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার সামর্থ বেগমের অবস্থা অংশকাজনক হওয়ার তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফাড করে। ভুক্তভোগী জানান এ ঘটনায় নাগরপুর থানায় অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যায়নি ।
এ ব্যাপারে নাগরপুর থানার উপ-পরিদর্শক এস আই ফজলু বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment