টিকা গ্রহণে এগিয়ে পুরুষ পিছিয়ে নারীরা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 14 February 2021

টিকা গ্রহণে এগিয়ে পুরুষ পিছিয়ে নারীরা



নিউজ ডেস্ক ঃ করোনা টিকা গ্রহণে এগিয়ে রয়েছে পুুরুষরা, আর পিছিয়ে আছে নারীরা-টিকাদানের গত ৬ দিনের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রই মিলেছে। দেশে গতকাল শনিবার পর্যন্ত মোট টিকা নেয়া ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জনের মধ্যে পুরুষ ৫ লাখ ৩৭ হাজার ৩৯ জন আর নারী ২ লাখ ২২ হাজার ৪১ জন। শতকরা হিসাবে পুরুষদের টিকা দেয়ার হার প্রায় ৬৯.৭৫ শতাংশ আর নারীদের টিকা দেয়ার হার প্রায় ৩০.২৫ শতাংশ।

নারীরা কেন টিকা গ্রহণে পিছিয়ে রয়েছে-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, নারীদের টিকা গ্রহণের হার কম হওয়ার কারণ সরাসরি বলা যাবে না। তবে কাজকর্ম ও চাকরির কারণে পুরুষরা বেশির ভাগ ঘরের বাইরে অবস্থান করেন। এ কারণে সহজে তারা টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন। এটি একটি কারণ হতে পারে। আবার এখন পর্যন্ত যেসব ক্যাটাগরিতে টিকা দেয়া হচ্ছে, তাতেও নারীর সংখ্যা পুরুষের তুলনায় কম। গার্মেন্টস ও বেসরকারি সেক্টরে নারীরা বেশি চাকরি করেন। টিকার জন্য এই সেক্টরগুলো এখনও উন্মুক্ত করা হয়নি। এ সব সেক্টর উন্মুক্ত হলে তখন হয়তো নারীদের মধ্যে টিকাগ্রহণের হার বাড়বে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages