পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 24 January 2021

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান শুভ ও আরেক কাউন্সিলর প্রার্থী আহসান হাবীব এর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
এতে উভয়ের পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে। 
গতকাল ২৩ জানুয়ারী শনিবার রাত ১১টায় পৌরশহরের দক্ষিণ আঙ্গারপাড়া ফরিদ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আনোয়ার, আরিফ হোসেন বাবু, আহম্মেদ সোহেল, সাব্বির, রাকিব, ফরিদ, সাগর, ফিরোজ, তানবীর হোসেন শিহাব, রাকিব, নিশান, খোরশেদ চৌকিয়াসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আরিফ হোসেন বাবু কে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন  বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান শুভ বলেন, আমরা নির্বাচনি গণসংযোগ গেলে তারা আমাদের উপর হামলা করে। 
কাউন্সিলর প্রার্থী আহসান হাবীব বলেন, আমরা পাশ্ববর্তী এলাকা থেকে গণসংযোগ করে  বাড়ি ফেরার পথে আমার   সমর্থকদের উপর হামলা চালায়। 
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,এব্যাপরে কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে ব্যবস্তা নেব।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages