রামগঞ্জে নিজস্ব অর্থায়নে এমপি আনোয়ার খানের কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 1 January 2021

রামগঞ্জে নিজস্ব অর্থায়নে এমপি আনোয়ার খানের কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের ব্যক্তিগত অর্থায়নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে ও পশ্চিম শেফালীপাড়া তরুলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার শীতার্ত অসহায় পরিবারে এ কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কম্বল ও খাদ্যসামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ালীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান।



এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, সাবেক সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, ৩নং ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ, উপজেলা বিআরডিবিএ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, এমপির একান্ত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পী,
পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ রাশেদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া,যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অপু মাল,ফজলে রাব্বি জয় প্রমূখ।

উল্লেখ্য, গত ৬ বছর থেকে ড. আনোয়ার হোসেন খান এভাবে প্রধানমন্ত্রীর সৌজন্যে নিজ অর্থায়নে শীতবস্ত্র, চাল-ডাল, সেমাই-চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages