মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলার চাষাভাদ্রা গ্রামের সিএনজি চালক সেন্টুর পরিবারকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন টাঙ্গাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু ।
মঙ্গলবার(৮ ডিসেম্বর) দুপুরে সেন্টু মিয়ার স্ত্রী মোছা: ময়না বেগমের হাতে আহসানুল ইসলাম টিটু এমপির পক্ষে থেকে নগদ ২০ হাজার টাকা অার্থিক সাহায্য প্রদান করা হয়। এছাড়া নিহত সেন্টু মিয়ার স্ত্রীকে বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা ও একটি ঘর বরাদ্দের ব্যাপারে আশ্বস্ত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর,উপজেলা আ,লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন,ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রতন সিদ্দীক।উল্লেখ্য গত ৫ ডিসেম্বর শনিবার নাগরপুর উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে চালক মো. সেন্টু মিয়া নিহত হন।
No comments:
Post a Comment