লক্ষ্মীপুরে মেঘনায় ট্রলার ও স্পিট বোডের সংঘর্ষে সরকারী কর্মকর্তাসহ আহত ৬ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 8 December 2020

লক্ষ্মীপুরে মেঘনায় ট্রলার ও স্পিট বোডের সংঘর্ষে সরকারী কর্মকর্তাসহ আহত ৬



লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ   লক্ষ্মীপুরে মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে ট্রলার ও স্পিট বোডের মুখোমুখি সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুল ইসলাম,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) মো. মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ ৬জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানায়, আগামী ১২ ডিসেম্বর নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ডেজিং কাজ উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে স্পিট বোর্ড নিয়ে আসার পথে মজুচৌধুরীর হাটের মেঘনার নদীতে ট্রলারের সাথে স্পিট বোর্ডের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুল ইসলামসহ ৬জন আহত হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages