লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরে কৃষি জমিতে সেচ লাইন স্থাপনে বাঁধা দিয়ে কৃষকদের ক্ষতি করার প্রতিবাদে স্থানীয় ইট ভাটা মালিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে কৃষকরা।
২১ ডিসেম্বর সোমবার বিকেল ৫ টার দিকে কৃষি কার্ডধারী কৃষকবৃন্দদের ব্যানারে স্থানীয় ইট ভাটা মালিক ইকবাল হোসেনের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বেঁড়ী এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় সাধারণ কার্ডধারী সহ প্রায় ৩ শতাধিক কৃষক অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, কৃষক নেতা মনির সরকার, ইলিয়াস মীর, চররমনী মোহন প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক মো: রিপন সরকার প্রমূখ।
বক্তারা বলেন, আইবিএম নামে ইটভাটার মালিক ইকবাল হোসেনের বাঁধার মুখে বিগত ৭/৮ বছর যাবত এ অঞ্চলের ফসলী জমির কৃষক সেচ লাইন স্থাপন করে পানি সরবরাহ করতে পারেনি। যার কারণে বিভিন্ন সময়ে সম্ভাবনা থাকলেও ফসল করতে পারেনি। এ বছর সরকারী ভাবে বিএডিসি থেকে সেচ লাইন স্থাপন কাজ করতেও বাঁধা দিচ্ছে ভাটার মালিক ইকবাল হোসেন। যার কারণে নির্ধারিত সময়ে ফসলে পানির সররবাহ করা দুস্কর হয়ে পড়ছে। ব্যক্তিগত স্বার্থে কৃষকদের উন্নয়নে এ সেচ লাইন স্থাপনে বাঁধা দিয়ে ইকবাল হোসেন কৃষকদের ক্ষতি করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা অবিলম্বে সেচ লাইন স্থাপন করতে দিয়ে কৃষকদের চাষ করার সুযোগ ও অভিযুক্ত ইকবাল হোসেনের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন।
No comments:
Post a Comment