রামগঞ্জে সংগঠনে উপদেষ্টা কতৃক যুগ্ম সাধারণ সম্পাদকে হত্যার হুমকির অভিযোগ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 22 December 2020

রামগঞ্জে সংগঠনে উপদেষ্টা কতৃক যুগ্ম সাধারণ সম্পাদকে হত্যার হুমকির অভিযোগ



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি  ঃ
রামগঞ্জের ডোননদী দিগন্ত ফাউন্ডেশন
উপদেষ্টা কতৃক  যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ হোসেনকে হত্যার হুমকির অভিযোগ। গতকাল বিকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন সংগঠনটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াদ হোসেন। 
জানা যায়, কয়েক মাস আগে ডোননদী দিগন্ত  ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের কমিটি ভেঙে দেয় ঐ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াদ হোসেন। এতে ক্ষীপ্ত হয়ে ঐ কমিটির সভাপতি পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মোতালেব মাষ্টার প্রবাসে থাকা ঐ কমিটির উপদেষ্টা শাহিন আলমকে ভুল বুঝিয়ে রিয়াদের বিরুদ্ধে ঐ উপদেষ্টার মনে ক্ষোভ তৈরী করে। কোন কিছু না বুঝেই ডোননদী দিগন্ত ফাউন্ডেশনের ম্যাসেন্জারে হত্যার হুমকি দিয়ে একটি অডিও বার্তা পাঠায় উপদেষ্টা শাহিন আলম। 
এব্যাপারে জানতে চাইলে শাহিন আলম বলেন, রিয়াদও আমাকে হুমকি দিয়েছে আমিও তাকে হুমকি দিয়েছি বিষয়টি অনেক আগের যার জন্য আমি ক্ষমাও ছেয়েছি তারপরও কেন বিষয়টি এতো বাড়াবাড়ি হচ্ছে তা আমার বোধগম্য নয়। 

সংগঠনটির সাধারন সম্পাদক সোহাগ হোসেন বলেন,হুমকির বিষয়টি সত্য তবে তাহা অনেক আগের। 

সংগঠনের সভাপতি আবদুল মোতালেব বলেন,হুমকি বিষয়টি জানার পরই সংগঠনের সকল কার্যক্রম স্থগিত রেখেছি উপদেষ্টা শাহিন আলম প্রবাসে থাকে  দেশে আসার পর এই বিষয়ে সাংগঠনিক ভাবে  ব্যবস্থা  নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages