লক্ষ্মীপুর ডিসি স্ব-পরিবার করোনায় আক্রান্ত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday, 22 November 2020

লক্ষ্মীপুর ডিসি স্ব-পরিবার করোনায় আক্রান্ত



নিউজডেস্ক    : লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, তাঁর সহধর্মিনী শিল্পী পাল ও দুই সন্তানের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের প্রহরী ও কার্যালয়ের সার্ভেয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, ডিসিসহ আক্রান্তদের করোনা পরীক্ষার জন্য শুক্রবার (২০ নভেম্বর) নমুনা সংগ্রহ করা হয়। তাদের করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুরু থেকে লক্ষ্মীপুর জেলায় ২ হাজার ২৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২ হাজার ১৫৭ জন সুস্থ ও চিকৎসাধীন রয়েছে ৩৩ জন। বাকি আক্রান্তদের ১১ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages