চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাইসুন্দর সরকারী হাসপাতাল হতে ক্বারী সাহেবের পুল পর্যন্ত প্রায় ২কিঃমিঃ সড়কের নির্মান কাজ চলছে। সড়কটির পুর্ন নির্মান কাজে অত্যান্ত নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করার অপরাধে সড়টির নির্মান কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা এলজিইডি। প্রাপ্ত অভিযোগে জানাগেছে শুরু থেকে এ সড়কটির নির্মান কাজে রাবিস ও মাটি মিশ্রিত ৫/৬ নাম্বার সিপ্টিন ব্যবহার করে আসছে ঠিকাদার সুমন আহমেদ।
এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে রোববার সন্ধায় দৈনিক নয়া বঙ্গবাজারের স্থানীয় প্রতিনিধি সরোজমিনে গিয়ে নিন্মমানের নির্মান সামগ্রীর ছবি, ভিডিও চিত্র ধারন করে। দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার হস্তক্ষেপে সোমবার সকালে উপজেলা সহকারী প্রকৌশলী মুস্তাকিন বিল্লাহ সড়কটি পরিদর্শনে আসেন। নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের অপরাধে তাৎক্ষনিকভাবে সড়কের চলমান কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন মুস্তাকিন বিল্লাহ।
No comments:
Post a Comment