খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 3 September 2020

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল


নিউজ ডেস্কঃ  
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে আরও ছয় বাড়ানোর আবেদনে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আরও ছয় মাস দিয়ে দিয়েছি। আগের যে শর্ত সেই শর্তসাপেক্ষে ছয় মাস শেষ হওয়ার দিন থেকে সাজা স্থগিত রেখে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। তবে তিনি বিদেশ যেতে পারবেন না বলে জানান আইনমন্ত্রী। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানায় আইন মন্ত্রণালয়। ২০০৮ সালের জিয়ার চ্যারিটেবল ট্রাস্টের মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages