ঢাকার ধামরাইয়ে সাংবাদিককে গলা কেটে হত্যা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 3 September 2020

ঢাকার ধামরাইয়ে সাংবাদিককে গলা কেটে হত্যা


নিউজ ডেস্কঃ  

ঢাকার ধামরাইয়ে এক সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে। নিহত সাংবাদিকের নাম জুলহাস উদ্দিন বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি এবং ধামরাই প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। তার বাড়ি উপজেলার হাতকুড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুলহাস ৭ বছর আগে প্রথম বিয়ে করেন। দুই বছর আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের শাহীন হোসেনের স্ত্রী সোমা আক্তারকে বিয়ে করেন। সোমা তার স্কুলজীবনের বান্ধবী। পুলিশ জানিয়েছে, আজ বিকালে জুলহাস মানিকগঞ্জ থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন। এর পরপরই শাহীন ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেন তাকে গলা কেটে হত্যা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages