এস এম বাবুল(বাবর),লক্ষ্মীপুর থেকেঃ লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন খাল-বিল-ডোবা-জলাশয় ভরাট,কৃষি জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার,উন্মুক্ত জলাশয়ে বাঁধ নির্মাণসহ মাছের বিচরণেেত্রর প্রতিকূল পরিবর্তনের কারণে ক্রমশ বাঘাইড়, গোলসা, পাবদা, আইড়, নামাচান্দা,তারা বাইম, বড় বাইম, কালবাউশ, দাড়কিনা, মেনি, বাইলা, ছাপিলাসহ প্রায় ২৫-৩০ প্রজাতির দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্তির পথে।
সূত্র জানায়, বর্ষা মৌসুমে মা মাছ গুলো ডিম ছাড়ে। ওই সময় এক শ্রেণির মৎস্য শিকারী এগুলো শিকার করে, ফলে ক্রমশ দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। চলিত বর্ষায় জেলার রামগতি, কমলনগর ,রায়পুর, লক্ষ্মীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আকস্মিক বন্যায় নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় খাল-বিল-পুকুর-দিঘি-ডোবাসহ বিভিণœ জলাশয় বন্যার পানিতে ডুবে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ সবখানে ছড়িয়ে পড়েছে, ফলে বন্যা পরবর্তী সময়ে জেলায় দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা ।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, বন্যায় পুকুর-খাল-বিল-ডোবাসহ বিভিন্ন জলাশয় ডুবে যাওয়ায় এবং বিভিন্ন এলাকায় নদীর পানি প্রবেশ করায় দেশীয় প্রজাতির মাছের সর্বত্র বিছরণ বেড়েছে, যদি সঠিক ভাবে সংরক্ষন ও রক্ষনাবেক্ষন করা যায় তাহলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি পাবে।
No comments:
Post a Comment