রামগঞ্জের ইছাপুর ইউপির সমিতির বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 18 September 2020

রামগঞ্জের ইছাপুর ইউপির সমিতির বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :  
  
আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সমিতির বাজারে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২০) বিকেল সাড়ে ৪ টায় 
   সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহরোধে ‘বিট পুলিশিং সভা’ (বিট নং-০৭) অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ কামাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য মামুনুর রশীদ সবুজের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় এলাকাবাসির উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  আনোয়ার হোসেন।বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বিভাগীয় শ্রেষ্ঠ এস আই মহসিন চৌধুরী, এ এস আই বাবুল রায়।

  সভায় প্রধান অতিথি বলেন,একটি সুন্দর সমাজ  গঠনে আপামর জনগনের ভূমিকা অপরিসীম। পুলিশ এবং জনতার মাঝে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের দৌড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দেয়ার মধ্যদিয়ে জনবান্ধব পুলিশিং সৃষ্টি করাই মূলত বিট পুলিশিং এর মূল লক্ষ্য।
প্রতিটি নাগরিকের জন্য যথাযথ পুলিশি সেবার নিশ্চয়তা প্রদানের নিমিত্তে পৌরসভা, ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলেও পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্যই বিট পুলিশিং সেবার প্রচলন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর নারায়ণপুর  বিটে বসবাসকারী সুনাগরিকগণকে মাদক, ইভটিজিং, জঙ্গী,  বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ  আনোয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওলিউল্যা ব্যাপারী,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মনঞ্জু হোসেন প্রমূখ। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages