দিনাজপুর প্রতিনিধি
র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কর্তৃক যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ০৩ (তিন) ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৩৫,০০০/-
(পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা।
দিনাজপুর জেলার সদর উপজেলার উপশহর সহ বিভিন্ন এলাকায় দিনাজপুর এর একটি আভিযানিক দল দুপুরে লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমা দ্বয়ের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন দিনাজপুর জেলা প্রতিনিধি আপন কে জানান , দিনাজপুর জেলার সদর উপজেলার উপশহর ৭ নং মসজিদ মোড় সংলগ্ন ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান (কাউল) এর পরিত্যাক্ত মিলটি ভাড়ায় চালিত উৎসব বেকারীর মালিক মোঃ শাহিন’কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরনের শাস্তি হিসেবে অভিযোগ নং- ৭১/২০২০-২০২১ অনুযায়ী ১৫,০০০/- (পনের হাজার ) টাকা, ওএকই মালিকানাধীন ভাড়ায় চালিত নিউ বিসমিল্লাহ মুড়ির মালিক হামিদুল ইসলাম’কে একই আইনের একই ধারায় শাস্তি হিসেবে অভিযোগ নং-৭২/২০২০-২০২১ অনুযায়ী ১৫,০০০/- (পনের হাজার) টাকা অন্যদিকে একই উপজেলার পুলহাট মা বেকারী এর মালিক শামিম হোসেন’কে একই আইনের একই ধারায় শাস্তি হিসেবে অভিযোগ নং-৭৩/২০২০-২০২১ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা সহ সর্বমোট ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে ।
No comments:
Post a Comment