লক্ষ্মীপুরে ট্রাক চাপায় নিহত-১ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 4 August 2020

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় নিহত-১



লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  : লক্ষ্মীপুরের রায়পুর-লক্ষ্মীপুর সড়কে ভুঁইয়ার রাস্তা নামক স্থানে মঙ্গলবার দুপুরে (৪ আগষ্ট)  দ্রুতগামি ট্রাকের চাপায় রাজিয়া বেগম নামের এক নারী নিহত হয়েছে। নিহত বৃদ্ধা রাজিয়া বেগম ফরিদগন্জ উপজেলার এখলাশপুর গ্রামের উলিউল্লার স্ত্রী ।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই বৃদ্ধ নারী দুপুর ২ টার দিকে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।  রক্তাক্ত জখম অবস্থায় আহত বৃদ্ধকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরাত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সরকারি হাসপাতালের কর্তব্যরত ডিউটি ডাক্তার তাহমিনা আক্তার বলেন, হাসাপাতালে আসার আগেই বৃদ্ধ মারা যান।  নিহতের লাশ বিকালে পুলিশ ও স্বজনরা থানায় নিয়ে গেছেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে নিহত বৃদ্ধার খোঁজ খবর নেয়া হচ্ছে। ট্রাকটিরও সন্ধান করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages