পারিবারিক বিরোধের জেরে রামগঞ্জে ১০ পরিবার পানিবন্ধী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 4 August 2020

পারিবারিক বিরোধের জেরে রামগঞ্জে ১০ পরিবার পানিবন্ধী



প্রতিদিন খবর ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা  গ্রামের হাজ্বী বাড়িতে শত্রুতার জেরধরে বাড়ির ঢালে একাধিক বাঁধদিয়ে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে  প্রায় ১০টি পরিবারের  জনদুর্ভোগ চরমে  । বাড়ির কনিষ্ঠ হতে বয়োজ্যেষ্ঠদের যাতায়াত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ সহ কাঁচা ঘর ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ভুক্তভোগী ইউসুফ মোল্যাহ জানান।
ইউসুফ মোল্যাহ জানান একই বাড়ির আবুল বাসার মোল্যাহ শত্রুতা জেরধরে বাড়ির ঢালে একাধিক বাঁধদিয়ে বাড়িতে স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি করেন। এতে ১০ পরিবার পানিবন্ধী হয়ে দুর্ভোগ কবলে পড়েন।
আবুল বাসার জলবদ্ধতা কথা মুঠোফোন এড়িয়ে যান।
ইউপি মেম্বার নূরুল আমিন জানান গত কয়েকদিনে একটানা ভারী বর্ষণে জলবদ্ধতা বেড়েই চলছে।
পারিবারিক বিরোধের জেরধরে বাড়ির ঢালে বাধঁ কেটে দেওয়ার অনুরোধ করলেও আবুল বাসার তাহা করেননি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages