রামগঞ্জে কোরবানি চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীর প্রতারনা,গর্তে ফুতে রাখা হয় চামড়া - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 3 August 2020

রামগঞ্জে কোরবানি চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীর প্রতারনা,গর্তে ফুতে রাখা হয় চামড়া



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাস্থ দারুস সুন্নাহ মাদ্রাসায় দানকৃত কোরবানির পশুর চামড়া ক্রয়ে প্রতারনার অভিযোগ উঠেছে স্থানীয় হোসেন নামের এক মৌসুমি ব্যবসায়ীর   বিরুদ্ধে। সৃষ্ট ঘটনায় ৩ আগষ্ট দুপুরে রামগঞ্জ থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মিজানুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার তিন'শ কোরবানি পশুর চামড়া প্রতিটি ৩০০ টাকা হারে নব্বই হাজার টাকায় হোসেনের কাছে বিক্রি করে মাদ্রাসা কতৃপক্ষ। পদ্মা বাজার ব্যাবসায়ি সোবহান মোল্লার মাধ্যমে মৌসুমি ব্যবসায়ী হোসেনের সাথে এসংক্রান্ত একটি চুক্তি হয়। চুক্তিতে উল্লেখ থাকে যে ঈদের দিন রাত ৯ টায় চামড়া নেওয়ার সময় চামড়ার দাম পরিশোধ করবে। কিন্তু রাত ১০ টার পরেও চামড়া নিতে আসেনি ঐ ব্যবসায়ী। এসময় তার মুঠোফোনে একাধিক বার চেষ্টার করলেও ফোন রিসিভ করেননি তিনি। পরদিন লবন দিয়ে চামড়া প্রক্রিয়াজাতকরন করার কথা বলে মাদ্রাসা কতৃপক্ষকে দিয়ে) ১৫ হাজার টাকার লবন দিয়ে চামড়া সংরক্ষণ করার পরেও  চামড়া নেয়নি তিনি। চামড়া  দূর্ঘন্ধ হয়ে যাওয়ায় উপায়ান্তর না দেখে চামড়া গুলো গর্তে ফুতে রাখতে বাধ্য হয়  মাদ্রাসা কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages