গৌরনদীতে মাটি নিচে ককটেল পাওয়া গেছে। - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 30 August 2020

গৌরনদীতে মাটি নিচে ককটেল পাওয়া গেছে।



নিউজ ডেস্কঃ  
 বাংলাদেশ সেনা বাহিনীর বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল থানা পুলিশের সহায়তায় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে শনিবার দিনভর অভিযান চালিয়ে মাটি খুড়ে মাটির নিচ থেকে লাল টেপ মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করেছে।

পরবর্তীতে তা নিস্ক্রিয় করা হয়। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, খাঞ্জাপুর গ্রামের স্থানীয় লোকজন বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় অবহিত করেন, ওই গ্রামের হাচেন আলী মৃধার পুত্র সোবাহান মৃধার বসত ঘরের পূর্বপাশের বাথরুম সংলগ্ন মাটির নিচে বোমা পুঁেত মজুদ রাখা হয়েছে। এ খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খোড়ার আলামত দেখতে পায়।

পরবর্তীতে ওই স্থানটিকে লাল ফিতা দিয়ে বেড়া দিয়ে পাহাড়া বসিয়ে নজর দারিতে রাখা হয়। পরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ান বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল অভিযান পরিচালনা করেন। এ সময় লাল টেপ মোড়ানো পাঁচটি জর্দ্দার কৌটা পাওয়া গেছে। যারমধ্যে সালফার ও ঝাকি জালের ব্যবহৃত লোহার কাঠি ছিল। বিকেল তিনটায় দলের প্রধান ক্যাপ্টেন শাতিল আহম্মেদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages