মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই-ওসি ফখরুল ইসলাম - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 30 August 2020

মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই-ওসি ফখরুল ইসলাম



নিউজ ডেস্কঃ  
দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাদক বিরোধী শপথ করালেন ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম। ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক মোঃ তারিকুজ্জামান শুভর নিরলস প্রচেষ্টায়,
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে খেলোয়াড়দের এক প্রিতি ফুটবল ম্যাচ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদক মুক্ত সমাজ গড়তে উপস্থিত খেলোয়াড়দের মাদক বিরোধী শপথ করান ওসি ফখরুল ইসলাম। এসময় প্রায় ৮০ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন।ওসি ফখরুল ইসলাম বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই তাই আমি এই একাডেমীর পরিচালক মোঃ তারিকুজ্জামান শুভকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে একাডেমীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। অফিসার ইনচার্জ আরো বলেন করোনার এই প্রাদুর্ভাবে স্কুল কলেজ ও কর্মস্থাল বন্ধ থাকায় যুব সমাজ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাদের এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহয়তা করতে হবে মাদকের ব্যপারে অভিভাবকদের সজাগ থাকতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে মাদক মুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক মোঃ তারিকুজ্জামান শুভ জানান এই একাডেমীর মূল লক্ষ্য হচ্ছে মাদক মুক্ত যুব সমাজ গড়া, দিনাজপুর ৫ আসন (ফুলবাড়ী- পার্বতিপুর ) মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির পৃষ্ঠপোষকতায় আমরা ফুলবাড়ীতে প্রায় ১৮০ জন খেলোয়াড়কে একত্রিত করেছি এখান থেকে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যোগ্য খেলোয়াড় হিসেবে গোড়ে তুলে ফুটবল এর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই। শুভ আরো জানান ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম খেলোয়াড়দের যে মাদক বিরোধী শপথ করিয়েছেন সেটাও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে খেলোয়াড়দের মাঝে একাডেমীর পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages