রামগঞ্জে কামার শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 27 July 2020

রামগঞ্জে কামার শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন


মনির হোসেন বাবুল,রামগঞ্জ প্রতিনিধি ঃঃ— ঈদুল আজহাকে সামনে রেখে

রামগঞ্জ উপজেলার কামার শিল্পীরা এখন দা, ছুরি, কাঁচি, চাপাতিসহ লোহার বিভিন্ন সামগ্রী

তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। দিন রাত হাতুরের খুটখাট শব্দে এখন মুখরিত হাট

বাজার ও কামার বাড়ি। জানা গেছে, রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ,সোনাপুর ও চৌমুহনী

বাজারসহ উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, ভাদুর, ইছাপুর, চন্ডিপুর, লামচর,

দরবেশপুর, করপাড়া, ভোলাকোট, ভাটরা, এ ১০টি ইউনিয়নের কামারহাট, পানপাড়া,

মাঝিরগাঁও, দল্টা, চাঙ্গিরগাঁও, পদ্মাবাজারসহ বিভিন্ন হাট বাজারে কুরবানির ঈদকে

সামনে রেখে কামার শিল্পীরা দা, বটি, চাকু, চাপাতিসহ লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরি

করছে। নিত্যপ্রয়োজনীয় এসব সরঞ্জাম মৌসুমি অর্ডারের পাশাপাশি স্থানীয় জনগণের

চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানের পাইকারি দরে সরবরাহ করছে। বর্তমান আধুনিক

যন্ত্রের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আজহার মৌসুমকে সামনে রেখে

তাদের ব্যবসা কিছুটা জমে উঠেছে বলে কামারহাটের কামার শিল্পী পরেশ কর্মকার

জানান। তিনি আরো জানান, এক সময় তাদের এ ব্যবসার অনেক কদর ছিল। কিন্তু এখন

আর সেই কদর আর নেই। বর্তমানে আধুনিক যন্ত্রপাতি আসার ফলে আমাদের হাতে

তৈরি জিনিসের কদর কমে গেছে। পরেশ কর্মকার আশঙ্কা প্রকাশ করে বলেন, অদূর

ভবিষ্যতে হয়তবা এই পেশা বিলুপ্ত হয়ে যাবে। কুরবানির ঈদের সময় আমাদের ভরা

মৌসুম। সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও এ সময় আমাদের কাজের চাহিদা

কয়েকগুণ বেড়ে যায়। রামগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী সোনাপুর বাজারে গিয়ে দেখা যায়

কামারদের দোকানে সাজিয়ে রাখা হয়েছে দা, বটি, ছুরি, চাপাতি ও কুড়ালসহ লোহা ও

ইস্পাতের তৈরি ছোট বড় বিভিন্ন ধারালো সরঞ্জাম। এসব সরঞ্জাম পছন্দ মতো কিনছে

ক্রেতারা। একটি বটি বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকায়। ছোট-বড় ছুরি, বটিসহ ধারালো

সরঞ্জাম শাণ দেয়ার জন্য মজুরি ৫০ টাকা থেকে শুরু করে কাজের ওপর নির্ভর করে

১৫০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এ ছাড়া প্রতিটি দা ৪শ থেকে ৫শ টাকা, ছুরি ২শ থেকে ৩শ

টাকা দরে বিক্রি হচ্ছে। কথা হয় ক্রেতা জাবেদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমি পরেশ

কর্মকারের দোকান থেকে একটি বটি দা কিনেছি ৫শ টাকায়। প্রতি বছর কামারের

দোকান থেকে দা, বটি ও ছুরি কিনি। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি।

ঈদুল আজহার কারণে এবার রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ মৌসুমি

কামার এসেছে ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages