রামগঞ্জে মানবিক সহায়তা আড়াই হাজার টাকার তালিকা তালিকা নোটিশ ঝুলিয়ে দিলেন চেয়ারম্যান নাসির - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 8 July 2020

রামগঞ্জে মানবিক সহায়তা আড়াই হাজার টাকার তালিকা তালিকা নোটিশ ঝুলিয়ে দিলেন চেয়ারম্যান নাসির



প্রতিদিন খবর  ডেস্ক : 
রামগঞ্জের কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মো: নাসির উদ্দিন খাঁন তাঁর ইউনিয়নে প্রধান মন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা ২হাজার ৫শত টাকা তালিকাভুক্তদের নামের তালিকা ইউনিয়ন নোটিশ বোর্ডে ঝুঁলিয়ে দেন। চেয়ারম্যান নিজহাতে তালিকা ঝুঁলানো অবস্থা মিডিয়া কর্মিদের ক্যামেরা বন্ধী হোন। এ সময়ে তিঁনি জানান স্বচ্ছ,জবাবদিহিতা মাধ্যমে কাজ করলে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন হবে। এতে চেয়ারম্যানের সুনাম রক্ষাসহ পরিষদের উন্নয়ন হবে জনসাধারণের মাঝেও দারিদ্রতা গ্লানিবোধ কমে যাবে। চেয়ারম্যান নাসির জানান আমার বাবাকে অত্র ইউনিয়নের  সর্বস্তরের জনগণ ভালোবেসে বিনা অর্থে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচিত করেন। বাবা জীবদ্দশা অত্র ইউনিয়নে একজন সেবক হিসেবে কাজ করেন। পরিতাপের বিষয়ে বাবা গত প্রায় দেড় বছর আগে ইন্তেকাল করেন। বাবা মৃত্যুতে বাবার শূণ্যতা পূরণে মাননীয় এমপি মহোদয় আমাকে উপনির্বাচনে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণে সুযোগ করে দেন যাতে কাঞ্চনপুর ইউনিয়নকে একটি অাদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি। সাধারণ মানুষ পরিষদ থেকে আমার মাধ্যমে সেবা পায় এমন প্রত্যাশা করেন।
চেয়ারম্যার নাসির জানান কাঞ্চনপুর ইউনিয়নকে মাননীয় এমপি মহোদয়ের আন্তরিকতা শতভাগ উন্নয়নকার্য শেষ হওয়ার পথে। ইতিমধ্যে তিঁনি কাঞ্চনপুর ইউনিয়নে সকল কার্পেট সড়ক সংস্কার করেন। সরু সড়ক গুলো প্রশস্ত করেছে। কাঁচা সড়কগুলো দুর্বারগতিতে পাকাকরণ হবে ইনশাল্লাহ। গ্রামীন অবকাঠামো উন্নয়ন সহ দারিদ্রতা নিরসণে সরকারী ত্রানের পাশাপাশি এমপির ব্যক্তিগত ত্রান আমরা ইউপি পরিষদের সদস্য সহ অা.লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের  নেতাকর্মীগণ সেবক হিসেবে সামাজিক দূরত্ব মেনে ত্রাণসামগ্রী বিতরণ করেন। নিম্মও মধ্যবিত্তদের মাঝে করোনাভাইরাসে নিরসণে জনসচেতা কাজ করেছে। দলীয় নেতাকর্মীরা ত্রান কাঁদে নিয়ে দারিদ্র পরিবারের বাড়ি গিয়ে পৌছেঁ দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages