ইতালির রোম থেকে মকবুল হোসেন জানান,
কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে বাংলাদেশ থেকে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণকারী ১২৫ জন বাংলাদেশিকে বিমানের ভেতর আটকে রেখেছে ইতালি।
মকবুল হোসেন টেলিফোন বার্তায় আরো জানান, দীর্ঘদিন ছুটিতে বাংলাদেশে থাকার পর ৬ জুলাই ইতালি প্রবেশ করে এখন আছি গৃহবন্দী মত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
জুলাইয়ে ৪ তারিখ থেকে বাংলাদেশ - ইতালি বিমান চালু হলে যারা গত তিন দিনে ইতালি এসেছে তাহাদেরকে বিমানবন্দরেই নমুনা পরীক্ষায় অনেকেরই করোন শনাক্ত হওয়ায় বাংলাদেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি সরকার।
কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীদের রোমের স্থানীয় সময় বিকেল ৪টায় দোহায় ফেরত পাঠানো হবে বলে জানাযায় । তবে বিমানটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর নামার অনুমতি মিলেছে। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment