প্রাপ্তি সংবাদ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 31 July 2020

প্রাপ্তি সংবাদ



মোঃ সাইমুন ইসলাম(৯) পিতা মৃত - আব্দুর সালাম সোনাইমুড়ী থানার বজরা এলাকায় তার বাড়ি। 
চট্টগ্রামের নাজিরাবাদের একটি এতিমখানায় লেখা পড়া করতো সেখান থেকে ভুলবশত রামগঞ্জে চলে আসে। 
সে সঠিকভাবে তার ঠিকানা বলতে পারে না। সে জানায়,তার পিতা- মাতা বেঁচে নেই। 
রামগঞ্জ নীলকন্ঠ হোটেলের মালিক গতকাল(৩০জুলাই) বৃহস্পতিবার  শিশুটিকে পেয়ে রামগঞ্জ থানায় হস্তান্তর করে। 
বর্তমানে শিশুটি রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ারের তত্ত্বাবধানে রয়েছে
শিশুটি পরিচিতি কেউ থাকলে যোগাযোগ করুন-০১৭১৩৩৭৩৭৬৭  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages