মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন ২০২০,ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধুবড়িয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শিহাব মাস্টারের সঞ্চালনায় ও সভাপতি মোকছেদুর রহমান রিপন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীগের উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খান অপু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরশেদ হোসেন চঞ্চল,ধুবড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাকিল সহ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।মহামারী করোনা মোকাবেলায় তিনি অসহায়,কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছিলেন।আজ আমাদের মাঝে সেই মহান ও ত্যাগী নেতা নেই।শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।অসময়ে তাঁর চলে যাওয়ায় কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ সংঘটিত হয়েছে।নাগরপুরবাসীর সাথে ছিল তাঁর আত্মার বন্ধন। তিনি টাঙ্গাইল ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা।নাগরপুরে সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।মারা যাওয়ার কয়েকদিন আগেও তিনি উপজেলার ৬২৫ জন ইমামকে অার্থিকভাবে সহায়তা প্রদান করেন।এ অকাল মৃত্যুতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও সেই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
পরিশেষে মরহুমের আত্মা ও তার পরিবারের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে
এ শোকসভার সমাপ্তি হয়।
No comments:
Post a Comment