রামগঞ্জে আইসিটি মামলায় শিক্ষক গ্রেপ্তার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 7 June 2020

রামগঞ্জে আইসিটি মামলায় শিক্ষক গ্রেপ্তার





রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা (আই.সি.টি) আইনে নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম মিরনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের দায়ের করা মামলায় ৬ জুন বিকালে ঐ শিক্ষককে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। 

গ্রেফতারকৃত শরিফুলে  ভাটরা ইউনিয়নের হিরাপুর শেখের বাড়ির সিরাজুল ইসলামের ছেলে   ।     
জানা গেছে, স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খানের মালিকানাধীন ঢাকাস্থ আনোয়ার হোসেন খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের অনিয়ম তুলে ধরে সম্প্রতি কয়েকটি পত্রিকার অনলাইনে এবং অনলাইন নিউজ পোর্টলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার ও বিভ্রান্তিকর মন্তব্য করায় ১৪ জনকে আসামী করে আই সি টি আইনে মামলা করেন কামরুল হাসান ফয়সাল মাল। 

মামলার বাদী উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের মোবাইলে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages