রামগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৮ নেতাকর্মী আহত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 15 June 2020

রামগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৮ নেতাকর্মী আহত



নিউজ ডেস্ক :লক্ষ্মীপুরের 
 রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর শাহমিরান দাখিল মাদ্রাসা সংলগ্ন চা  দোকানের সামনে   রোববার ১৪ ই জুন ২০২০ ইং দিবাগত রাতে স্থানীয় কিছু  চিহ্নিত সন্ত্রাসীরা  অতর্কিত হামলায় চালিয়ে  ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান, সাধারন সম্পাদক মোঃ রাছেল মাহমুদ, যুবলীগ নেতা মোঃ সোহাগ, সজল, ছাত্রলীগ নেতা মোঃ রবিন, রিয়াদ, পারভেজ ও  স্বেচ্ছাসেবকলীগ নেতা মুরাদ হোসেন নামের ৮ নেতাকর্মীকে আহত করে । 
হামলাকারীরা দেশীয়  ধারালো অস্র  এবং এস এস পাইপ দিয়ে এ হামলা চালিয়েছে এবং আহত নেতাকর্মীদের মোটর সাইকেল, মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে আহতরা জানান,  

 হামলাকারীদের অস্রের আঘাতে ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের ৮ নেতাকর্মী আহত হয় এর মাঝে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  মিজানের অবস্থা আশংকাজনক। 
                      
সরজমিনে জানাযায়,  ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী নেতৃবৃন্দের নির্দেশে করোনায় করনীয় গনসচেতনতামূলক প্রচারনা চালানোর সময় ইউনিয়নের শাহমিরান (রহঃ) মাদ্রাসার সামনে রাত  ৮টায় এই  হামলার শিকার হয় তারা।                                                       
 স্থানীয় মোঃ রাকিব, মোঃ শাওন এবং পিয়াসের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দাবী করা হয়েছে।
 সৃষ্ট বিষয়ে ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক মোরশেদ আলম বাদী হয়ে সোমবার সকালে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
 এব্যাপারে ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিন হাসান রব বলেন, যারা হামলা করেছে এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ রয়েছে।           
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা ঘটনাটি ন্যাক্কার জনক বলে এর সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি। 
ইউনিয়ন চেয়ারম্যান জানান, হামলাকারীরা যেই হোক না কেন তদন্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages