ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৫ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 27 May 2020

ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৫



নিউজ ডেস্ক ঃ
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত ১০টা দিকে হাসপাতালের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুনে হাসপাতালের করোনা ইউনিট পুড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যায়, বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে দাউ দাউ করে আগুন জ্বলছিল। হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনা হচ্ছে। চারদিকে শুধু চিৎকারের আওয়াজ। রোগীদের বাঁচার আকুতি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “ইউনাইটেড হাসপাতালের নিচতলায় রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লেগেছিল। আমাদের ৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে। নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages