রামগঞ্জে ৭ জনসহ লক্ষ্মীপুরে নতুন আরো ৩১ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৮৬ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 27 May 2020

রামগঞ্জে ৭ জনসহ লক্ষ্মীপুরে নতুন আরো ৩১ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৮৬



নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে নতুন করে আরো ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

যার মধ্যে রামগঞ্জে ০৭, সদর ২০, কমলনগর ০২, রামগতিতে ০২ জন।

এছাড়াও পুরাতন আরো ০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ০১ ও রায়পুর উপজেলায় ০১ জন।

আজ ২৭  মে (বুধবার) রাত্র ৯.৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।

এদিকে রামগঞ্জে নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে 
২নং নোয়াগাঁও ইউপির উদনপাড়ার ১ জন
৪নং ইছাপুর ইউপির শ্রীরামপুর গ্রামের একই পরিবার ৩ জন, ১০ নং ভাটরা ইউপির কোমরতলা এবং জাফর নগর ২ জন, পৌরসভা আংগারপাড়া গ্রামে ১ জন বলে বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।

এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। যার মধ্যে সদর ৭৮, রামগঞ্জ ৩৬, কমলনগর ১৯, রামগতি ১৭, রায়পুর ৩৬।

এছাড়াও আজ বুধবার দুপুর ১২ টার দিকে আরো ০৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়। যার মধ্যে কমলনগরে ০৫ ও রায়পুরে ০১ জন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages